সালেক শিবলু ॥ বাংলা ভাষা সাহিত্যে প্রথম শ্রেণিতে স্নাতকত্তোর। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের এমফিল গবেষক। লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন সাহিত্যের ছোটকাগজ ‘মাঠ’ এবং ‘প্রতিভা’। তার প্রকাশিত প্রথম কাব্য ‘শীতল জলের বাষ্প’। পেশা নয় নেশা হিশেবে বেছে নিয়েছেন শিক্ষকতা।