পাশ্চাত্য সাহত্যিতত্ত্ব ও সাহত্যি সমালোচনা পদ্ধতি প্রশ্ন-2016

প্রশ্নব্যাংক
জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা -2016 [ অনুষ্ঠিত হয়েছে -13/09/2017]
বিএ অনার্স বাংলা চতুর্থ বর্ষ
বিষয় : পাশ্চাত্য সাহত্যিতত্ত্ব ও সাহত্যি সমালোচনা পদ্ধতি
বিষয় কোড 241005
পূর্ণমান : ৮০; সময় : ৪ ঘণ্টা

দ্রষ্টব্য : একই বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয় ।

ক বিভাগ
(যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও)

১. যে কোন দশটি প্রশ্নেরে উত্তর দাও:
ক. “পোয়েটিকস”” এর আলোকে ট্যাজেডি কত প্রকার?
খ. “ভাব সমুন্নতি হচ্ছে এক মহৎ মনের প্রতিধ্বনি।” – উক্তিটি কোন লেখকের?
গ. “কবিতা তীব্রতম অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশক।” – সংজ্ঞাটি কার।
ঘ. ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির জনক কে?
ঙ. তুলনামূলক সমালোচনা রীতির একটি বৈশিষ্ট্য লেখ।
চ. “অর্থনীতি তথা উৎপাদন পদ্ধতি মৌল কাঠামো, সাহিত্য উপরিকাঠামো।” – এধারণা কে পোষণ করেন?
ছ. ‘ঙঋ এজঅগগঅজঞঙখঙএণ’ এর রচয়িতা কে?
জ. রেনেসাঁর মূলচিন্তা কি ছিল?
ঝ. পোস্ট-মডার্নিজম সাহিত্যতত্ত্বেও একজন প্রধান প্রবক্তার নাম লেখ?
ঞ. ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে কোন সাহিত্য আন্দোলনের প্রবক্তা বলা হয়?
চ. সাহিত্যে রিয়ালিজমের প্রবর্তক কে?
ছ. নিওক্লাসিজম-এর বাংলা প্রতিরূপ কি?

খ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)

২. “সাহিত্য অনুকরণ শিল্প।” ব্যাখ্যা কর?
৩. হোরেসের ‘আর্স পোয়েটিকা’র সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪. ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্বেও ধারনা দাও।
৫. মূল্য বিচারমূলক সাহিত্য-সমালোচনা রীতির পরিচয় দাও।
৬. তুলনামূলক সাহিত্য সমালোচনা রীতির স্বাতন্ত্য মূল্যায়ন কর।
৭. উত্তর-আধুনিকতার স্বরূপ বিচান কর।
৮. ন্যাচারালিজম ও রিয়ালিজিমের মধ্যে প্রকৃতগত পার্থক্য কোথায়?

গ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)

১০.“লুঙ্গিনাস কেন মনে করতেন যে, মহৎ সাহিত্যিক হতে হলে প্রথমে একজন মহৎ মানুষ হওয়া প্রয়োজন।”-তাঁর সাবলিমিটি তত্ত্বের আলোকে ব্যাখ্যা কর।
১১. এরিস্টটলের কাব্যতত্ত্বেও আলোকে ট্র্যাজেডির স্বরূপ বিশ্লেষণ কর।
১২. মার্কসবাদী সাহিত্যতত্ত্ব কিভাবে সমাজের অর্থনৈতিক কাঠামোকে সাহিত্যের সংঙ্গে সম্পর্কিত করে? প্রসঙ্গ অনুযায়ী বিশ্লেষণ কর।
১৩. ইতিহাসমূলক সাহিত্য সমালোচনার প্রকৃতি ও পরিধি পর্যালোচনা কর।
১৪. “অবাধ কল্পনা ও ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ রোমান্টিসিজমের প্রধান দুই উৎস্য।” এ মন্তব্যেও আলোকে রোমান্টিসিজমের স্বরূপ বিচার কর।
১৫. হোরেসের “চৎরহপরঢ়ষব ড়ভ উবপড়ৎঁস” তত্ত্ব সম্পর্কে পুণাঙ্গ ধারণা দাও।
১৬. নারীবাদী সাহিত্যতত্ত্ব কি? বাংলা সাহিত্যে নারীবদী সাহিত্যতত্ত্বেও বিকাশ ও প্রভাব সম্পর্কে আলোকপাত কর।
১৭. আধুনিকতার সাথে সাম্প্রতিকতার পার্থক্য বিচার কওে আধুনিকবাদেও বৈশিষ্ট্য ও পরিধি পর্যালোচনা কর।

About সালেক শিবলু

View all posts by সালেক শিবলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *