বাংলা অনার্স প্রথম বর্ষ প্রশ্নব্যাংক 2019

প্রথম-বর্ষ

বাংলা অনার্স প্রথম বর্ষ প্রশ্নব্যাংক 2019

জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা -২০১৯ [ অনুষ্ঠিত হয়েছে -২০১৯ )
বিএ অনার্স বাংলা প্রথম বর্ষ
বিষয় : বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
বিষয় কোড 211001
পূর্ণমান : ৮০; সময় : ৪ ঘণ্টা
দ্রষ্টব্য : একই বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয় ।

ক বিভাগ
(যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও)

১. ক. কোন গ্রন্থে সর্বপ্রথম ‘ বঙ্গ ‘ নামের উল্লেখ পাওয় যায় ?
উত্তর : ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক ‘ গ্রন্থে সর্বপ্রথম ‘ বঙ্গ ‘ দেশের উল্লেখ পাওয়া যায়।
খ.সোনারগাঁও এর প্রাচীন নাম কী ? উত্তর : সোনাবগীর প্রাচীন নাম সুবর্ণগ্রাম ।

গ. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে ? উত্তর : আবুল ফজল।
ঘ. জৈন ধর্মের প্রবর্তক কে ?
উত্তর : চব্বিশ জন তীর্যন্তর- এঁদের মধ্যে তেইশতম প্রচারক পার্শ্বনাথ ও চব্বিশতম মহাবীর অন্যতম ।
ঙ. কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময় প্রবর্তিত হয় ?
উত্তর : বাজা ব্যালসেনকে কৌলীন্য প্রথার প্রবর্তক বলা হয় ।
চ. কখন ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল । উত্তর : বাংলা ১১৭৬ বঙ্গাব্দে ।
ছ. সতীদাহ প্রথা বিলোপ করেন কে ? উত্তর : রাজা রামমোহন রায় ।
জ. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ?
উত্তর নারিকেল বাড়িয়ার তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন ।
ঝ . দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী কে ? উত্তর : সুলতানা রাজিয়া ।
ঞ. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন ? উত্তর শেরে বাংলা একে ফজলুল হক
চ. ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা ? উত্তর : ‘ সাপ্তাহিক সৈনিক ‘ পত্রিকা । ছ. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে, কোথায় উত্তোলন করা হয় ?
উত্তর : ২ মার্চ ১৯৭১ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় ।

খ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)

২. প্রাচীন বাংলার জনপদসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৩. বাঙালির লৌকিক দেব-দেবীর পরিচয় দাও ।
৪. সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা কর ।
৫. অশোক কে ছিলেন ? তাঁর পরিচয় লিপিবদ্ধ কর ।
৬. বঙ্গভঙ্গের কারণগুলি আলোচনা কর ।
৭. কৈবর্ত বিদ্রোহ কী ? কৈবর্ত বিদ্রোহের কারণ ব্যাখ্যা কর ।
৮. মুজিবনগর সরকার গঠনের প্রেক্ষাপট আলোচনা কর ।
৯. তমুদ্দুন মজলিস কী ? ভাষা আন্দোলনের তমুদ্দুন মজলিসের ভূমিকা আলোচনা কর ।

গ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)

১০. বাঙালীর নৃ – তাত্ত্বিক পরিচয় লিপিবদ্ধ কর ।
১১. বাংলায় পাল শাসনের ইতিহাস আলোচনা কর ।
১২. বাংলায় বাউল মতের উদ্ভব ও বিকাশের পটভূমি আলোচনা
১৩. ব্রতকথা কী ? বাঙালি নারীর জীবনে ব্রতকথার ভূমিকা লেখ ।
১৪. ভাষা আন্দোলনের পটভূমি ও ভূমিকা ব্যাখ্যা কর ।
১৫. বাঙালি মুসলমানদের জাগরণে মুসলিম সাহিত্য সমাজের ভূমিকা লেখ ।
১৬. পাকিস্তানের অধীন পূর্ব বাংলার রাজনৈতিক , সামাজিক অর্থনৈতিক বৈষম্যের একটি চিত্র উপস্থাপন কর ।
১৭. স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাদ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *