জাতীয় বিশ্ববিদ্যালয় ৩য় বর্ষ চুড়ান্ত সাজেশন্স-2022
জাতীয় বিশ্ববিদ্যালয়
৩য় বর্ষ পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিত ২০২২)
রচনামূলক প্রশ্নের চুড়ান্ত সাজেশন্স
বিষয় : বিএ সম্মান (বাংলা)
বিষয় কোড : ২৩১০০৯
কোর্সশিরোনাম : রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ
১। উপন্যাস/নাটকের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিচার করো।
২। মহাকাব্য/গীতিকবিতার বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ আলোচনা করো।
৩। ছোটগল্পের কী? ছোটগল্পের গঠন-প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো।
৪। রস কী ? রসের শ্রেণিবিভাগ আলোচনা করো।
৫। ক্লাসিক রীতির সাহিত্য বলতে কী বঝ? এর স্বরূপ পর্যালোচনা করো।
৬। ‘ধ্বনিই কাব্যের আত্মা’ ধ্বনিবাদীদের এ অভিমত বিশ্লেষণ করো।
৭। অলংকার কী? সাহিত্যে অলংকারের প্রয়োজনীয়তা আলোচনা করো।
৮। অলংকার কী? শব্দ অংলকারের শ্রেণিবিভাগ/বিরোধমূলক অলংকার সমূহের উদাহরণসহ বর্ণনা দাও।
৯। ‘শিল্পিত বাক্যরীতির নামই ছন্দ’ আলোচনা করো।
১০। সনেট/অক্ষরবৃত্ত/মাত্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো।
১১। ছন্দ কী? ছন্দের শ্রেণিবিভাগ আলোচনা করো।
১২। উপমা বলতে কী বুঝ? উদাহরণসহ উপমার শ্রেণিবিভাগ আলোচনা করো।
সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ।