বাংলা বিভাগ অর্নাস প্রথম বর্ষ সিলেবাস-2020-21
জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলা বিভাগ
অর্নাস প্রথম বর্ষ সিলেবাস
জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিনে যে সকল কলেজে বাংলা অর্নাস কোর্স চালু আছে কোর্সটি 2009-10 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। এর মান বন্টন পদ্ধতি সিজিপিএ 4.00 এর মধ্যে । প্রথম বর্ষে বাংলা চারটি একটি নন মেজর এবং স্বাধীন বাংলাদশেরে অভ্যুদয়রে ইতহিাস সহ মোট 600 নম্বরের ছয়টি কোর্স পড়ানো হয়ে থাকে । মোট নম্বর 600 । তবে এর মধ্যে প্রতি বিষয়ে 20 নম্বরের ইনকোর্স পরীক্ষা যা নিজ কলেজ নিয়ে থাকে এবং বাকি 80 নম্বর পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে । নিচে ছয়টি বিষয়ের নামরে তালিকা ক্রমানুসারে দেওয়া হলো :
১. বাংলাদশে ও বাঙালরি ইতহিাস ও সংস্কৃত। (কোড : 211001)
২. বাংলা ভাষার ইতহিাস ও ব্যবহারকি বাংলা। (কোড : 211003)
৩. বাংলা কবতিা- ১ (কোড : 211005) ( এই বিষয়য়ে মোট চারটি কাব্য পড়তে হবে)
(ক) অগ্নিবীণা, সাম্যবাদী-কাজী নজরুল ইসলাম।
(খ) রূপসী বাংলা- জীবনানন্দ দাশ।
(গ) নকসী কাঁথার মাঠ- জসীমউদদীন।
৪. বাংলা উপন্যাস – ১ (কোড : 211007) (এই বিষয়ে মোট চারটি উপন্যাস পড়তে হবে)
(ক) কপালকুন্ডলা- বঙ্কমিচন্দ্র চট্টোপাধ্যায় ।
(খ) বিষাদ-সিন্ধু- মীর মশররফ হোসনে ।
(গ) চোখরে বালি- রবীন্দ্রনাথ ঠাকুর ।
(ঘ) ক্রীতদাসরে হাসি-শওকত ওসমান।
৫. সমাজবজ্ঞিান পরচিতি।/ সমাজর্কম পরচিতি।/ রাজনতৈকি তত্ত্ব পরচিতি। (নন মেজর তিন বিষয়ের মধ্যে কলেজের ইচ্ছা অনুযায়ী যে কোন একটি পড়ানো হয়ে থাকে)
৬. স্বাধীন বাংলাদশেরে অভ্যুদয়রে ইতহিাস।
সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ।