বিএ অনার্স বাংলা চতুর্থ বর্ষ প্রশ্ন-2014

প্রশ্নব্যাংক

জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা -2014 [ অনুষ্ঠিত হয়েছে -2016 ]
বিএ অনার্স বাংলা চতুর্থ বর্ষ
বিষয় : পাশ্চাত্য সাহত্যিতত্ত্ব ও সাহত্যি সমালোচনা পদ্ধতি
বিষয় কোড 241005
পূর্ণমান : ৮০; সময় : ৪ ঘণ্টা

দ্রষ্টব্য : একই বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয় ।

ক বিভাগ
(যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও)

১. যে কোন দশটি প্রশ্নেরে উত্তর দাও:
ক. কোন গ্রন্থে এরিস্টটল মহাকাব্য ও ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন?
খ. প্রতিভা সম্পর্কে লুঙ্গিনাসের অভিমত কী?
গ. ‘লিরিকাল ব্যালাড্স’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়।
ঘ. ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে কোন সাহিত্য আন্দলনের ‘পুরোহিত’ বলা হয়?
ঙ. ‘বায়ুগ্রাফিয়া লিটারেরিয়া গ্রন্থটির রচয়িতা কে?
চ. কোন সমালোচনাতত্ত্বে সাহিত্যকে সমাজ, ইতিহাস অর্থনীতি, শ্রেণি ও আদর্শেও মানদন্ডের বিচার করা হয়?
ছ. সিগমুন্ড ফ্রয়েড কোন দেশের নাগরিক ছিলেন?
জ. ‘দ্বিতীয় লিঙ্গ’ (ঞযব ঝবপড়হফ ঝবী) বইটির লেখক কে?
ঝ. ‘নতুন করে তৈরি কর।’ এজরা পাউডের এ উক্তিটি কোন সাহিত্যধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে?
ঞ. বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্য সমালোচনা রীতিতে প্রবন্ধ রচনার পথিকৎ কে?
চ. ‘মূল্য বিচারমূলক’ সমালোচনার শর্ত কি?
ছ. ইতিহাসমূলক সমালোচনা সাহিত্যের প্রবক্তা কে?

খ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)

২. “সাহিত্য অনুকরণ শিল্প।” – ব্যাখ্যা কর।
৩. “লঙ্গিনাসের সমালোচনাতত্ত্ব পাঠকের দৃষ্টি ফেরালো কবিতার দেহ থেকে কবিতার অন্তরের দিকে।” – মন্তব্যটি বিশ্লেষণ কর।
৪. নিও ক্লাসিসিস্টরা কিভাবে মানুষকে সাহিত্যেও প্রধান বিষয় কওে তুললো? বিশ্লেষণ কর।
৫. নারীবাদী সাহিত্যতত্ত্বেও মূল প্রবণতাগুলো সংক্ষেপে তুলেধর।
৬. আধুনিকতা ও উত্তর-আধুনিকতার মধ্যে পার্থক্য কি?
৭. বিশ্লেষণমূলক সাহিত্য সমালোচনা সংজ্ঞা ও উদাহরণ দাও।
৮. তুলনামূলক সাহিত্য সমালোচনা সংজ্ঞা ও উদাহরণ দাও।
৯. মূল্য বিচারমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো লেখ।

 

গ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)

১০. এরিস্টটলের “কাব্যতত্ত্ব” – এর আলোকে ট্র্যাজেডির স্বরূপ বিশ্লেষণ কর।
১১. হোরেসের (দচৎরহপরঢ়ষব ড়ভ উবপড়ৎঁস’) তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।
১২. “অবাধ কল্পনা ও ব্যাক্তিস্বাতন্ত্রবোধ রোমান্টিসিজমের প্রধান দুই উৎস” – মন্তব্যটির আলোকে উদাহরণসহ রোমান্টিসিজমের স্বরূপ বিশ্লেষণ কর।
১৩. “প্রকৃতিবাদ (ঘধঃঁৎধষরংস) আসলেই বাস্তবাদেরই একটি সম্পাসারিতরূপ” – তোমার অভিমত বিশ্লেষণ কর।
১৪. মার্কসবাদী সাহিত্যতত্ত্ব কিভাবে সমাজের অর্থনৈতিক কাঠামোকে সাহিত্যেও সঙ্গে সম্পর্কিত করে? সাহিত্য থেকে উদাহরণ দিয়ে বিশ্লেষণ কর।
১৫. “ফ্রয়েডের মনোবিকলনতত্ত্বের কাজ হলো মানুষের সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডের পিছনে অবচেতনার (ঝঁনপড়হংপরড়ঁং) ভূমিকা আবিস্কার।” –সাহিত্যেও আলোকে ব্যাখ্যা কর।
১৬. সাহিত্যে আধুনিকতার বৈশিষ্ট্য ও চরিত্র্য বিশ্লেষণ কর।
১৭. ইতিহাসমূলক সাহিত্য সমালোচনার পদ্ধতির সম্ভবনা ও সমস্যা নিলূপণ কর।

About সালেক শিবলু

View all posts by সালেক শিবলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *