বাংলা অনার্স প্রথম বর্ষ প্রশ্ন 2020
জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা -২০২০ [ অনুষ্ঠিত হয়েছে -২০২১ ]
বিএ অনার্স বাংলা প্রথম বর্ষ
বিষয় : বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
বিষয় কোড 211001
পূর্ণমান : ৮০; সময় : ৪ ঘণ্টা
দ্রষ্টব্য : একই বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয় ।
ক বিভাগ
(যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও)
১. ক . ‘ মাৎস্যন্যায় ‘ শব্দের অর্থ কী ?
উত্তর মাৎস্যন্যায় শব্দের অর্থ মাছের জগতের ন্যায় বা মাছের জগতের নিয়মনীতি ও পদ্ধতি । মাছের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে, বড়ো ও বিশাল মাছগুলো অপেক্ষাকৃত ছোটো মাছগুলোকে খেয়ে ফেলে । এটি মাছের জন্য একটি নিয়ম হলেও মনুষ্য সমাজে এটি রীতিমতো অন্যায় । তাই মানব সমাজে এ ধরনের বড়ো কর্তৃক বা শক্তিশালী কর্তৃক দুর্বল বা ছোটোকে ভক্ষণ করা বা খেয়ে ফেলাকে মাৎস্যন্যায় বলা হয় ।
খ . কোন অঞ্চলের নাম ‘ হরিকেল ছিল ? উত্তর : বাংলার পশ্চিম সীমার নাম ।
গ . ‘আর্য’ শব্দটির আক্ষরিক অর্থ কী ? উত্তর : ‘ আর্য ‘ শব্দের অর্থ সদ্বংশজাত ব্যক্তি ।
ঘ. ‘ভুসুকু’ কে ছিলেন? উত্তর : চর্যাপদের বাঙালি কবি ।
ঙ. কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে?
উত্তর : সম্রাট অশোকের আমলে ।
চ. ‘শিখা’ গোষ্ঠীর স্লোগান কী ছিল ?
উত্তর : জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।
ছ. ‘সুফিবাদ’ কী?
উত্তর : মারফতে বিশ্বাসী মুসলমান নিজেকে আশেক ও আল্লাহকে মাশুক জ্ঞানে ভক্তি রসে সিঞ্চিত হয়ে মাশুকে মিলিত হয়ে আপন সত্তা লীন করার ধর্মতাত্ত্বিক অভিমত হলো ‘সুফিবাদ’ ।
জ . আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালি -উক্তিটি কার ?
উত্তর : উক্তিটি ড . মুহাম্মদ শহীদুল্লাহ্’র ।
ঝ. টোটেম’ অনুষ্ঠান কী ?
উত্তর : পশু শিকার করার পর যে অনুষ্ঠান করা হয় তাকে টোটেম বলে ।
ঞ. সোমপুর বিহার কোথায় অবস্থিত ? উত্তর : নওঁগা জেলার পাহাড়পুরে ।
ট . ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন ?
উত্তর : ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ।
ঠ . মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে ? উত্তর : ১৭ এপ্রিল , ১৯৭১ সালে ।
খ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)
২ . দ্বৈতশাসন কী ? বাংলায় দ্বৈতশাসনের ফলাফল আলোচনা কর ।
৩. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার সমাজ ও অর্থনীতিতে কী অবস্থার সৃষ্টি হয়েছিল ? সংক্ষেপে আলোচনা কর ।
৪. বাংলার বারো ভূঁইয়াদের পরিচয় দাও ।
৫. কৃষিনির্ভর বাঙালি সমাজের বিভিন্ন অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
৬. বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় লিপিবদ্ধ কর ।
৭. বাঙালির খাদ্যাভ্যাস ও পোশাকের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৮. বাউল দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৯ . বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর ।
গ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)
১০. প্রাচীন বাংলার জনপদসমূহের পরিচয় দাও ।
১১. কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল পর্যালোচনা কর ।
১২. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজীর বঙ্গবিজয় সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
১৩. মধ্যযুগের মুসলিম স্থাপত্যকলার দাও ।
১৪. “মধ্যযুগের বাংলার গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ ব আলোকে মধ্যযুগের বাংলার গ্রামীণ অর্থনীতির স্বরূপ ব্যাখ্যা কর ।
১৫. বৈষ্ণব ধর্মমতের উদ্ভব ও বিকাশ বিস্তারিত আলোচনা কর ।
১৬. বাঙালির লোকায়ত সংস্কৃতির পরিচয় দাও ।
১৭. ছয়-দফাকে বাঙালির বাঁচামরার দাবি বলা হয় কেন ? বর্ণনা কর ।