জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা -2017 [ অনুষ্ঠিত হয়েছে -14/03/2018]
বিএ অনার্স বাংলা চতুর্থ বর্ষ
বিষয় : পাশ্চাত্য সাহত্যিতত্ত্ব ও সাহত্যি সমালোচনা পদ্ধতি
বিষয় কোড 241005
পূর্ণমান : ৮০; সময় : ৪ ঘণ্টা
দ্রষ্টব্য : একই বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয় ।
ক বিভাগ
(যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও)
১. যে কোন দশটি প্রশ্নেরে উত্তর দাও:
ক. “শিল্প মাত্রই অনুকরণ”- কে বলেছেন?
খ. হোরেসের ‘আর্স পোয়েটিকা’ গ্রন্থেও পূর্ব নাম কি?
গ. Sublime’’ অর্থ কি?
ঘ. “কল্পনার কাব্য মূল শক্তি।”- উক্তিটি কার?
ঙ. প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনের পুরোহিত বলা হয় কাকে?
চ. লুকাস রচিত মার্কসীয় নন্দনতত্ত্ব বিষয়ক একটি বইয়ের নাম লেখ?
ছ. মনঃসমীক্ষাবাদী সাহিত্যতত্ত্বেও প্রবক্তা কে?
জ. রিয়ালিজমের বীজ কোন দেশের উপন্যাসে উপ্ত হয়েছিল?
ঝ. ‘বিনির্মানবাদ’তত্ত্বেও প্রবক্তা হিসেবে কে পরিচিত?
ঞ. প্লেটোর মতানুসারে ট্র্যাজেডি-সৌন্দের্যেও প্রথম ¯্রষ্টা কে?
চ. সমালোচনা রীতির অপেক্ষাকৃত আধুনিক পদ্ধতি কোনটি?
ছ. ঐতিহাসিক সমালোচনা পদ্ধতির প্রবর্তন করেন কে?
খ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)
২.এরিস্টটলের ‘পোয়েটিক্স’ গ্রন্থেও পরিচয় দাও।
৩.‘শিল্পের ঐক্য’ সম্পর্কে হোরেসের মত ব্যাখ্যা কর।
৪.রোমান্টিসিজমের বৈশিষ্ট্য সংখেপে আলোচনা কর।
৫.রিয়ালিজম বা বাস্তববাদ কি? সংক্ষেপে লিখ।
৬.ন্যাচারালিজমের প্রধান চারটি বৈশিষ্ট্য লিখ।
৭.ঐন্দ্রজালিক বাস্তবতার স্বরূপ বিশ্লেষণ কর।
৮.ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির পরিচয় দাও।
৯.বিশ্লেষণমূলক সাহিত্য-সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্য লিখ।
গ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)
১০.প্লেটো ও এরিস্টটলের সাহিত্যতত্ত্বেও তুলনামূলক বিচার কর।
১১.লুঙ্গিনাসের মতে উৎকৃষ্ট সাহিত্য কি? এর বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা কর।
১২.সাহিত্য নির্মান কলায় “শিক্ষা ও উপযোগিতা” সম্পকে হোরেসের মতামত আলোচনা কর।
১৩.মার্কসীয় সাহিত্যতত্ত্বেও উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
১৪.“ফ্রয়েডের মনোবিকলনতত্ত্বেও কাজ হলো মানুষের সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডের পিছনে অবচেতনার ভ’মিকা আবিস্কার।”- ব্যাখ্যা কর।
১৫.ফেমিনিজম কি? ফেমিনিজমের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা কর।
১৬.তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির পরিধি আলোচনা কর।
১৭.মূল্য বিচারমূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।