মাস্টার্সের টার্ম পেপার লেখার নিয়ম

বাংলা বিভাগ
এম.এ শেষ বর্ষ
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
টার্ম পেপার : ২০১৬

টার্ম পেপার
শিরোনাম : “শেষলেখায় রবীন্দ্র-জীবন দর্শন”

উপস্থাপনায়

মো. সালেকুজ্জামান
বাংলা বিভাগ, এম.এ শেষ বর্ষ
রোল নম্বর : ১৩০০১
শিক্ষাবর্ষ: ২০১৩-১৪
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

তত্ত্বাবধায়ক

জনাব মো. আমজাদ
সহযোগী অধ্যাপক
বাংলা বিভাগ
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

ঘোষণাপত্র

 

 

 

 

আমি এই মর্মে ঘোষণা করছি যে ‘শেষলেখায় রবীন্দ্র-জীবন দর্শন’ শীর্ষক গবেষণা পত্রটি আমার নিজস্ব রচনা। ইতঃপূর্বে এই গবেষণা কর্মটি বা এর অংশ বিশেষ অন্য কোথাও প্রকাশিত হয়নি।

 

 

 

 

মো. সালেকুজ্জামান
বাংলা বিভাগ, এম.এ শেষ বর্ষ
রোল নম্বর : ১৩০০১
শিক্ষাবর্ষ: ২০১৩-১৪
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

মুখবন্ধ

বাংলা সাহিত্যের ইতিহাসে এক ব্যতিক্রমী, মৌলিক ও বিস্ময়কর, সৃজন প্রতিভার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিখ্যাত সাহিত্য সমালোচক ও ঐতিহাসিক ড. সুকুমার সেন রবীন্দ্র- প্রসঙ্গে বলেছেন-“বিশ্ব সৃষ্টির নব্বয়ে সংযোগী এমন কবি বাঙ্গালা সাহিত্যের হাজার বছরের ইতিহাসে একজনই আবির্ভূত হয়েছেন’’।

তাই ‘শেষলেখায় রবীন্দ্র-জীবন দর্শন’ বিষয়টি বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের নিকট গবেষণা হওয়ার দাবি রাখে । এর অংশ হিসেবে এম.এ শেষ বর্ষের পাঠ্যসূচির অর্š—ভূক্ত টার্ম পেপার প্রস্তুত কর্মটি একটি ক্ষুদ্র গবেষণা হলেও বাংলা বিভাগের প্রতিটি শিক্ষার্থীর কাছে এটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত। টার্ম পেপার গবেষণার জন্য আমার নির্ধারিত বিষয় হলো ‘শেষলেখায় রবীন্দ্র-জীবন দর্শন’ এই গবেষণা কর্মটি ধারাবাহিকতা বা যথার্থতার প্রশ্নে কতটা উত্তীর্ণ হয়েছে বা হয়নি তার চেয়ে বড় কথা গবেষণার মাধ্যমে শেষলেখায় রবীন্দ্র-জীবন দর্শন খুঁজে পেয়েছি। তবুও সকল দিক বিবেচনা করলে গবেষণা কর্মটি যথাযোগ্য মূল্যায়ন হবে বলে আমার বিশ্বাস।

 

মো. সালেকুজ্জামান
বাংলা বিভাগ, এম.এ শেষ বর্ষ
রোল নম্বর : ১৩০০১
শিক্ষাবর্ষ: ২০১৩-১৪
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

 

কৃতজ্ঞতা স্বীকার

 

 

 

একজন শিক্ষার্থীর কাছে একটি গবেষণা কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা কঠিন একটি বিষয়। এজন্য প্রয়োজন নির্দেশনা ও পরামর্শ। পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ এবং একটি অপরিহার্য অংশ হিসেবে এম.এ শেষ বর্ষের বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষার্থীদের আবশ্যকীয় বিষয় হিসেবে একটি গবেষণাধর্মী টার্ম পেপার প্রস্তুত করতে হয়। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি টার্ম পেপার প্রস্তুত কমিটির সভাপতি ও বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব প্রফেসর মহা: আব্দুর রাজ্জাক স্যারের প্রতি ।

তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক আমার শ্রদ্ধেয় শিক্ষক মো. আমজাদ হোসেন স্যারের প্রতি; যিনি আমার টার্ম পেপারের শিরোনাম নির্ধারণ করেদেন। আমাকে প্রয়োজনীয় সকল পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে এই গবেষণার কাজটি সফল করতে অন্যতম ভূমিকা রেখেছেন, এর জন্য আমি আবার তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

 

মো. সালেকুজ্জামান
বাংলা বিভাগ, এম.এ শেষ বর্ষ
রোল নম্বর : ১৩০০১
শিক্ষাবর্ষ: ২০১৩-১৪
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

 

তত্ত্বাবধায়কের ঘোষণা

 

‘আমি এই মর্মে ঘোষণা করছি যে, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা এর বাংলা বিভাগের এম.্্এ শেষ বর্ষের ছাত্র মো. সালেকুজ্জামান কর্তৃক ‘শেষলেখায় রবীন্দ্র-জীবন দর্শন’ শীর্ষক গবেষণাপত্রটি একটি গবেষণা মূলক কাজ। এই গবেষণা পত্রটি আমি পড়েছি। এই গবেষণা লব্ধ বিষয়ের প্রতি আমি সন্তুষ্ট । এই গবেষণাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বাংলা বিভাগের এম.এ শেষ বর্ষ এর চূড়ান্ত পরীক্ষার স্বার্থ পূরণার্থে গবেষক আমার তত্ত্বাবধানে সম্পন্ন করেছে’ ।

 

 

 

 

 

তত্ত্বাবধায়ক
মো. আমজাদ হোসেন
সহযোগী অধ্যাপক
বাংলা বিভাগ
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

 

অনুমোদনপত্র

 

 

 

মো. সালেকুজ্জামান কর্তৃক ‘শেষলেখায় রবীন্দ্র-জীবন দর্শন’ শীর্ষক গবেষণাপত্রটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম.এ শেষ বর্ষের বাংলা ভাষা ও সাহিত্য পাঠ্যক্রমের সম্পূরক হিসেবে অনুমোদন করা হল ।

 

 

 

 

 

 

তত্ত্বাবধায়ক
মো. আমজাদ হোসেন
সহযোগী অধ্যাপক
বাংলা বিভাগ
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *