জাতীয় বিশ্ববিদ্যালয় ৩য় বর্ষ চুড়ান্ত সাজেশন্স-2022
জাতীয় বিশ্ববিদ্যালয়
৩য় বর্ষ পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিত ২০২২)
রচনামূলক প্রশ্নের চুড়ান্ত সাজেশন্স
বিষয় : বিএ সম্মান (বাংলা)
বিষয় কোড : ২৩১০০৭
কোর্সশিরোনাম : ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
১। লোকসাহিত্যের সংজ্ঞাসহ বিভিন্ন শাখার পরিচয় দাও/লোকসাহিত্যের ধারা/শ্রেণিবিন্যাস আলোচনা করো।
২। লোকসংগীতের বিভিন্ন ধারার পরিচয় দাও।
৩। লোকসাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো।
৪। লোকসাহিত্য গবেষার ক্ষেত্রে নৃ-তাত্ত্বিক পদ্ধতির প্রয়োগ বিশ্লেষণ করো।
৫। ‘নদের চাঁদ ও মহুয়ার মিলনে হুমরা বেদের বিরোধিতার কারণ যতখানি সামাজিক বা বৈষয়িক তার চেয়ে মনস্তাত্তিক’-ব্যাখ্যা করো।
৬। মহুয়া পালার মহুয়া চরিত্র/ সমাজচিত্র/ নাটকীয়তা আলোচনা করো।
৭। দেওয়ানা মদিনা পালায় প্রতিফলিত গ্রামবাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও।
৮। দেওয়ানা মদিনা’ পালার নাট্যগুন আলোচনা করো।
৯। রূপকথা কী? ঠাকুরমার ঝুঁলি’র গল্পগুলোর বৈশিষ্ট্য ও সার্থকতা আলোচনা করো।
১০। লোকছড়ার সমাজচিত্র/বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ।
১১। ডাক ও খনার বচন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো।/কৃষিকাজে খনার বচনের প্রয়োগ ও গুরুত্ব আলোচনা করো।
সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ।