বিএ অনার্স বাংলা চতুর্থ বর্ষ প্রশ্নব্যাংক 2013

প্রশ্নব্যাংক

জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষা -2013 [ অনুষ্ঠিত হয়েছে -2015 ]
বিএ অনার্স বাংলা চতুর্থ বর্ষ
বিষয় : পাশ্চাত্য সাহত্যিতত্ত্ব ও সাহত্যি সমালোচনা পদ্ধতি
বিষয় কোড 241005
পূর্ণমান : ৮০; সময় : ৪ ঘণ্টা

দ্রষ্টব্য : একই বিভাগের প্রশ্নের উত্তর অন্য বিভাগে লেখা বাঞ্ছনীয় নয় ।

ক বিভাগ
(যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও)

১.        ক. প্লেটোর রচিত একটি গ্রন্থের নাম লেখ।
খ. ‘দ্যা এজ অব রিজন’ তথ্য যুক্তির যুগের দু’জন দার্শনিকের নাম লেখ।
গ. ‘পোস্ট মর্ডান’ শব্দটি বিশ শতকের কোন দশকের প্রথম ব্যবহৃত হতে শুরু করে।
ঘ. ‘বিনিমাণবাদ’ কার তত্ত্ব হিসেবে পরিচিত ?
ঙ. মিশেল ফুকো কি ধরণের সাহিত্যেত্ত্বে আস্থাশীল ছিলেন ?
চ. রুলা বার্থ কে ছিলেন ?
ছ. ‘ডায়ালজি’ সম্পর্কে আলোচনা করেছেন এমন একজন তাত্ত্বিকের নাম লেখ ?
জ. ‘দ্বন্দ্বমূলক জড়বাদ’ কার প্রচারিত দর্শন ?
ঝ. রেনেসাঁর মূল চিন্তা কি ছিল ?
ঞ. ‘ফ্রয়েডিজম’ কথাটি যার নামে পরিচিত তাঁর পুরো নাম কি?
চ. একজন নারীবাদী তাত্ত্বিকের নাম লেখ ?
ছ. পাঠ বা টেক্সট-এর দুটি বৈশিষ্ট লেখ ?

খ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)

২. এরিস্টটলের চিন্তার অনুসরণে ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য নির্দেশ কর।
৩.সংক্ষেপে ‘আর্স পোয়েটিকার’ পরিচয় দাও।
৪. মার্কসবাদী সাহিত্য সমালোচনায় শিল্প-সাহিত্যেও ’উপরি-কাঠামো’ বলতে কি বোঝায় ?
৫.ন্যাচারলিজম এর প্রধান চারটি বৈশিষ্ট্য লেখ ?
৬. সাহিত্যে মনোবিকলন-ভাবনা কিভাবে শিল্পরূপ প্রাপ্ত হয় ?
৭. ন্যাচারলিজম ও রিয়ালিজমের মধ্যে পার্থক্য কোথায় ?
৮. ফ্রয়েড কে ছিলেন ?
৯. মডার্নিজম – এর অন্তর্গত কয়েকটি সাহিত্য ধারার পরিচয় দাও।

গ – বিভাগ
(যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও)

১০.‘প্লেটো এবং এরিস্টটলের সাহিত্যচিন্তা মূলত বোধজাত পদ্ধতিগত নয়’ –  আলোচনা কর।
১১.শিল্পীর স্বাধীনতা ও কবির কল্পনার ঐক্য সম্পর্কে হোরেসের ভাবনাকে সংক্ষেপে লিপিবদ্ধ কর।
১২.লুঙ্গিনাস কেন মনে করতেন যে, মহৎ সাহিত্যিক হতে হলে প্রথমে একজন মহৎ মানুষ হওয়া প্রয়োজন ? তাঁর সাবলিমিট বিষয়ক চিন্তার আলোকে বিষয়টি ব্যাখ্যা কর।
১৩.“অর্তপ্তিবোধ রোমান্টিক সাহিত্যিকদের ঘিওে থাকলেও তাঁরা চূড়ান্তভাবে হতাশ হন না।” কেন ? বাংলা সাহিত্যের দৃষ্টান্ত ব্যবহার কওে বিষয়টি বিশ্লেষণ কর।
১৪.রিয়ালিজম তথা বাস্তববাদের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য নির্দেশ কর।
১৫.নারীবাদী সাহিত্যতত্ত্ব বলতে কি বুঝ ? রোকেয়ার সাহিত্যেও চিন্তার সাঙ্গে আধুনিক নারীবাদী ভাবনার সাযুজ্য ও  স্বাতন্ত্র নির্দেশ কর।
১৬.“পোস্ট মডার্নিস্ট সাহিত্য চিন্তার কেন্দ্রিয় প্রপঞ্চ হলো ভাষা ” – বিশ্ব সাহিত্য থেকে দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা কর।
১৭.তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির সঙ্গে বিশ্লেষণমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির স্বাতন্ত্র্য চিহ্নিত কর।

About সালেক শিবলু

View all posts by সালেক শিবলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *